Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০২৩

মহাপরিচালকের জীবনালেখ্য

জনাব জেবুন্নেছা করিম অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক পদে ১৪ মার্চ,২০২৩ তারিখে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি ৬ জানুয়ারী ২০২১ হতে ১৩ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

জনাব জেবুন্নেছা করিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। একজন দক্ষ ও দায়িত্ববান কর্মকর্তা হিসাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদে কর্মরত অবস্থায় সফলতার প্রমাণ রাখেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে নারায়নগঞ্জ ও ঢাকা জেলায় এবং সিনিয়র সহকারী কমিশনার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে  খুলনা, যশোর, নাটোর, রাজশাহী জেলায় দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় প্রশাসনে তিনি সিনিয়র সহকারী সচিব হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং উপসচিব হিসাবে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি এসএসসি সম্পন্ন করেন ঢাকাস্থ ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং হলিক্রস কলেজ, ঢাকা থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য হতে আর্ন্তজাতিক ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি MATT-2, Stage-2 এর আওতায় ২০১০ সালে যুক্তরাজ্যের University of Manchester হতে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি USA-এর হাওয়াই এ অবস্থিত APCSS হতে ২০১৮ সালে Advanced Security course সম্পন্ন করেন।

 এছাড়াও তিনি অস্ট্রেলিয়া, ভারত,ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, ডেনমার্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানী, সুইজারল্যান্ডে সরকারি কাজের অংশ হিসাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

তিনি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেড(বিএসসিএল) এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসাবে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবে এবং রানা প্লাজা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা এবং এক কণ্যা সন্তানের জননী।